করোনা ভাইরাসের মধ্যে ঠিকমত দোকান খুলতে পারছেন না। বেশ কষ্টেই আছেন ব্যবসায়ীরা। এরমধ্যে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় বাবলু রহমান নামে এক শারিরীক প্রতিবন্ধির দোকানে চুরি সংঘটিত হয়েছে। দোকান টি মসজিত মার্কেটের নিচতলায়।
বৃহস্পতিবার দিবাগত রাতে এ চুরি সংঘটিত হয়েছে। প্রতিবন্ধি বাবলুর রহমান কালীগঞ্জ পৌর এলাকার খয়েরতলা গ্রামের আলী আকবরের ছেলে।
প্রতিবন্ধি বাবলু রহমান জানান, করোনা ভাইরাসের কারণে দোকানে আসা হয়না,বেশ কিছুদিন দোকান টি বন্ধ ছিল। শুক্রবার সকালে দোকানে এসে দেখি এক পাশের তালা ভাঙ্গা। এরপর দোকানের শাটার খুলে দেখি দোকানে থাকা ২৫ হাজার টাকা ও ৫০/৬০ হাজার টাকার সিগারেটসহ বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে গেছে।
খবর শুনে প্রতিবন্ধি বাবলু রহমানের দোকানটি পরিদর্শন করেন কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া। তিনি বলেন, চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।