দেশে চলমান করোনা ভাইরাসের ভয়াল থাবায় জরাজীর্ণ হয়ে পড়েছে কর্মহীন, দুস্থ, প্রতিবন্ধীসহ রোজগারহীন মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংকট কাটিয়ে ওঠার লক্ষে জনসাধারণ খেয়ে পওে বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করতে নিরলস কাজ কওে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে প্রাপ্ত ত্রাণ জনসাধারণের মাঝে পৌঁছানোর কাজে চরম ব্যস্ত সময় পার করছেন উপজেলার জনপ্রতিনিধিরা।
অন্যদের মধ্যে জীবন-মরণের ঝুঁকির মাঝে কাজ করতে দেখা গেছে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহীদ ও প্যানেল মেয়র রুস্তম আলী প্রামাণিককে। পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড পর্যায়ের সুবিধাভুগিদের খুঁজে তালিকা প্রনয়ন করে ভাতাসহ ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা।
সম্প্রতি করোনাকালে কেশরহাট পৌরবাসীর মাঝে তাদের বিতরণকৃত ত্রাণ -সুবিধাগুলোর মধ্যে বিভিন্ন কোটায় ৩শ ২৩ জন, ১শ ৬২জন, ১হাজার জন ও ৩শ জন ভিজিএফ চাল সরবরাহ করা হয়েছে। ভিন্ন কোটায় ১১ হাজার ও ১৩ হাজার নগদ টাকা বিতরণ করা হয়েছে এবং ১৩ হাজার টাকা বিতরণ চলমান রয়েছে। অন্যদিকে ৫৪ জনের প্রত্যেককে ৫০০ টাকা করে এবং ৩৮ জনের প্রত্যেককে ৩০০ টাকা করে এবং ২০ প্যাকেট শিশু দুধ বিতরণ করা হয়েছে। চলমান ১৩ হাজার টাকাসহ ৩ মে: টন চাল বিতরণের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত পৌর এলাকার ৮ নং ওয়ার্ডে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। এসময় রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি রুবেল হোসেনসহ পৌর কর্মচারীগণ সহযোগিতা করেন।