শ্রীমঙ্গলে শ্রমিক সংকটের কারণে এক কৃষকের ৬০ শতক জমির ধান কেটে দিলেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভূনবীর এলাকার রুস্তমপুর গ্রামের কৃষক আনোয়ার মিয়ার ক্ষেতের ধান কেটে দেন তারা।
ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটে কাঁধে করে কৃষকের জমাকৃত জায়গায় পৌছে দেন । শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মসুদুর রহমান মসুদসহ ছাত্রলীগের প্রায় ৩০ নেতা-কর্মী ধান কাটায় অংশ নেন।মসুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বোরো ধান কর্তনে ছাত্রলীগ এ কার্যক্রম শুরু করেছে।
মসুদ আরো জানান, ধান কাটায় অংশ নেয় আকাশ দেব জুৃয়েল, মিনহাজুল ইসলাম আবি, আজিজুর রহমান নাঈম, নাহিদ আহমদ, শুভ্র, সাকিব, ইফতি, মামুন, রানা, মুক্তার, অভি, জালাল, রাফি, শাকিল, সাজ্জাদ, রুমন, ইমন, করিম, জ্যোতিসহ আরো ছাত্রলীগের নেতা- কর্মীরা।