রাজশাহীর বাঘায় দুই গ্রামের একটিতে লাউয়ের মাচায় দোল খাচ্ছে এক বোঁটায় ২৬টি ও আরেক গ্রামে এক বোঁটায় ২০টি লাউ। আলোচিত সেই লাউ গাছের এক বোঁটায় এতো লাউ ধরার চাঞ্চল্যকর খবর পেয়ে দুই গ্রামে প্রতিদিনই ভিড় বাড়ছে উৎসুক জনতার।
জানা যায়, উপজেলার বাউসা মাঠপাড়া গ্রামের সাকবর আলীর বাড়ির পাশে লাগানো একটি লাউ গাছে এক বোঁটায় ছোট ২৬টি লাউ ধরেছে। এছাড়া আড়ানী ইউনিয়নের সোনাদহ গ্রামের আমজাদ হোসেনের বাড়ির আঙ্গিনায় লাগানো লাউ গাছের এক বোঁটায় ধরেছে ২০টি লাউ ধরেছে। দুটি গ্রামে এই বিরল দৃশ্য দেখার জন্য শুরু হয়েছে উৎসুক জনতার ভিড়।
বৈজ্ঞানিক ব্যাখ্যার অনুসন্ধানের উদ্যোগ নিয়ে ইতোমধ্যে সেই দুইগ্রামের লাউগাছটি পরিদর্শন করেছেন উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান। করোনার মধ্যেও এটি দেখতে যারা আসছেন, তারা সামাজিক দুরুত্ব বজায় রেখে দেখে চলে যাচ্ছেন। অনেকে আবার ফোন করে খবর নিচ্ছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সরেজমিন কথা হলে, বাউসা মাঠপাড়া গ্রামের সাকবর আলীর জানান, গত বছর স্থানীয় বাজার থেকে হাইব্রিড লাউয়ের বীজ এনে রোপণ করি। সেই গাছের লাউ থেকে বীজ সংগ্রহ করে আমার ছেলে সাগর আলীর স্ত্রী নীলা খাতুন গাছ রোপন করে। সেই গাছে এক বোঁটায় ২৬টি লাউ ধরেছে।
সোনাদহ গ্রামের আমজাদ হোসেন বলেন, তিনিও স্থানীয় বাজার থেকে বীজ কিনে রোপন করেছেন। সঠিক পরিচর্যায়, লাউ গাছে প্রথম থেকে যথেষ্ট পরিমাণে লাউ ধরেছে। এর মাঝে লাউ গাছের এক বোঁটায় (ডগায়) ধরেছে ২০টি লাউ।
পাঁচপাড়া গ্রামের দর্শনার্থী অধ্যক্ষ সামরুল হোসেন জানান, গাছটির একটি বোঁটা থেকে ছোট-বড় মিলিয়ে একটিতে ২৬টি আরেকটিতে ২০ লাউ ধরেছে, যা সত্যিই বিস্ময়কর ঘটনা। বিষয়টি প্রকৃতির খেয়াল ছাড়া আর কিছুই নয়।
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ড. ওয়াহিদা খাতুন বলেন, উদ্ভিদের ভিতরে কোষগুলো অস্বাভাবিক নিউটেশনের কারণে অস্বাভাবিকভাবে ফুল ও ফল আসে। যার ফলশ্রুতিতে উদ্ভিদের অংশ বিশেষে ফুল ও ফলের আধিক্য ঘটে। এটা কোনো অলৌকিক ঘটনা নয়, কখনও কখনও এমনটা হতেই পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, দুই পাতার দুরত্ব কমে যাওয়ায় হরমোনিক কারণে অল্প জায়গা এমন গুচ্ছ লাউ ধরে থাকতে পারে। গাছটিতে নারী ফুলের সংখ্যা বেশি থাকাও কারণ হতে পারে। তারা ওই বীজ থেকে গাছ রোপণ করে গবেষণা পরিচালনা করবেন। পরবর্তীতে এমনটা হয় কিনা দেখার জন্য আমরা এর বীজ সংরক্ষণ করবো।