পুলিশ সাংবাদিক করোনা যুদ্ধে, সবাই আমরা এক কাতারে"-- এ স্লোগান কে ধারন করে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যদের জন্য ২৫ টি ফেস সিল্ড প্রদান করেছেন।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম (বার) এর পক্ষ থেকে আজ বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল প্রেসক্লাবে কর্মরত সংবাদকর্মীদের ব্যবহারের জন্য ২৫টি ফেইস সিল্ড হস্তান্তর করেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান ।
এসময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. আবদুছ ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন উপস্হিত ছিলেন।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষে এসব ফেস সিল্ড গ্রহন করেন ক্লাবের সাধারন সম্পাদক এম. ইদ্রিস আলী।