লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে কসবার কুটি বাজারে ৩ ব্যবসায়ী ও ১ মোটারসাইকেল আরোহীকে জরিামানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পবিত্র মাহে রমজান উপলক্ষে সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান কসবা পুরাতন বাজার ও কুটি বাজারের মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধিনে সামাজিক দূরত্ব বজায় না রেখে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ৩ দোকান মালিককে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। অপরদিকে লকডাউন অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখে একাধিক ব্যক্তি নিয়ে উদ্দেশ্যহীন ঘুরাঘুরি করার দায়ে এক মোটরসাইকেল আরোহীকে ৫ শত টাকা জরিমান করা হয়। তাছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার জন্য মাইকে জনগণকে সচেতন করা হয়।