করোনার ক্রান্তিলগ্নে চর রাজিবপুর উপজেলার দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ৭ প্রকারের সবজি বিতরন করা হয়েছে। ইকো কো-অপারেশন ও আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে সাসটেইন্ড অপরচ্যুনিটি ফোর নিউট্রিশন গভারনেন্স(সঙ্গো) প্রজেক্টের উদ্যোগে চর রাজিবপুর উপজেলার ২টি ইউনিয়নের ১৬৭৫ পরিবারের মধ্যে সবজি বীজ বিতরণ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ থেকে উক্ত সবজি বীজ বিতরন করা হয়। আগামী ৩ ও ৪ মের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে বীজ বিতরণ শেষ করা হবে।বহুখাত ভিত্তিক পুষ্টি সংবেদনশীলতা সৃষ্টির লক্ষে উক্ত বীজ বিতরণ কর্মসুচী হাতে নিয়েছে সংস্থাটি। বসত বাড়ীতে সবজি চাষের মাধ্যমে চর রাজিবপুর উপজেলার মা ও শিশুর পুষ্টি সাধনে বিশেষ ভুমিকা রাখবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন। সবজি বীজ বিতরণ কালে উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো,চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মেহেদী হাসান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো.গোলাম রায়হান ও সঙ্গো প্রজেক্টের টেকনিক্যাল অফিসার তপন কুমার সাহা প্রমুখ।