বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি রাজিবপুর-রৌমারী, দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ এলাকার মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টায় জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় জামালপুর জেলার অধীনস্থ দেওয়ানগঞ্জ উপজেলার আওতাধীন পাথরেরচর বিওপির নায়েক সুবেদার আহম্মদ আলী এর নেতৃত্বে ০৮ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৭৭/৪-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যেরচর এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন আসামীসহ ৩৫ গ্রাম (৬৫ পুরিয়া) ভারতীয় গাঁজা এবং ০২টি মোবাইল ফোন আটক করেছে। আটককৃত মোঃ শাহিন মিয়া (২০), পিতা-মোঃ মনির হোসেন এবং মোঃ বাহাদুর হোসেন (২৪) পিতা- সমেজ আলী উভয়ের গ্রাম-মধ্যেরচর, পোস্ট-তারাটিয়া, উপজেলা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর। একই দিনে রাত আনুমানিক ১০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার অধীনস্থ রৌমারী উপজেলার আওতাধীন হিজলামারী বিওপি’র হাবিলদার মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৬/এমপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাদারটিলা এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন আসামীসহ ১০৩ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ০২টি মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। আটককৃত মোঃ রোকন মিয়া (২০), পিতা-মোঃ আবুল কালাম এবং মোঃ জয়নাল আবেদীন (২০), পিতা-মৃত নজরুল ইসলাম উভয়ের গ্রাম- লালকুড়া, পোষ্ট- যাদুরচর, উপজেলা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম। আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য-৪৩,২২২/- টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামীদেরকে স্ব স্ব থানায় হস্তান্তর করা হয়েছে।