যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া খাদ্যসামগ্রীর পেলেন ১০০ জন পরিবহন শ্রমিক।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া সরকারি খাদ্যগুদামে এ খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল আদম, অভয়নগর থানার এসআই আনিচুর রহমান, নওয়াপাড়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ প্রমুখ।
এর আগে উপজেলা ইসলামী একাডেমির ভবনে ২৪টি মসজিদের ইমামের হাতে খাদ্য সহায়তা প্রদান করা হয় ।