করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কারণে কর্মহীন হয়ে পড়া এক‘শ পরিবারের মধ্যে নগদ বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্যের ম্যানচেষ্টার কমিউনিটি ট্রাষ্টের সদস্যদের সহযোগিতায় উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে নগদ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার বিকালে বুড়িশ্বর পরিষদ প্রাঙ্গণে করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রেখে প্রত্যেক অসহায়দের হাতে জনপ্রতি ৫‘শ টাকা করে নগদ অর্থ তুলে দেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন। এসময় ইউপি সদস্য মোহাম্মদ আলী,বুড়িশ্বর ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক মরহম আলী,যুবলীগ সভাপতি ফজলুল করিম,আওয়ামীলীগ নেতা আলফাজ মিয়া,জিয়াউল হক জিতুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ বলেন,এই করোনা ভাইরাসের সংকটময় মুর্হুতে দায়িত্ববোধের অংশ হিসেবে খান্দুরা প্রবাসী ট্রাষ্ট অসহায়দের নগদ অর্থ বিতরণের মাধ্যমে পাশে দাড়িয়েছে। । তাই প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে তিনি অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সামর্থবান,বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।