জামালপুরের ইসলামপুর উপজেলায় ড্রেজার মেশিনে মাটি কেটে প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি করার অভিযোগ উঠেছে। উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ইসলামপুর থানায় ভূক্তভোগি কৃষক আব্দুস সাত্তার লিখিত অভিযোগ দাখিল করেছেন।
থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত অহর উদ্দিন আকন্দের ছেলের আব্দুস সাত্তারের সাথে প্রতিবেশি মৃত হাছেন আকন্দের ছেলে ছাহের আলী, শামছুল হক, ছাইদুর এবং নুরল ইসলামের ছেলে ছাইফুলের দীর্ঘ দিন থেকে নানা বিশষেয় বিরোধ চলে আসছে। বিভিন্ন সময় প্রতিপক্ষরা আব্দুস সাত্তারের ক্ষতি করাসহ তাকে প্রাণ নাসের হুমকি দিয়ে আসছে। সম্প্রতি ছাহের আলী ড্রেজার মেশিনে মাটি কেটে আব্দুস সাত্তারের ফসলী জমির ক্ষতি করে। এতে প্রতিবাদ করায় গত ২৪ এপ্রিল সকাল দশটায় ভূক্তভোগি কৃষক আব্দুস সাত্তারের ছেলে শফিকুল ইসলাম বসতবাড়ির পশ্চিম পাশে তার ভোগদখলীয় জমিতে গেলে প্রতিপক্ষরা দা ও লাঠিশোঠা নিয়ে আক্রমণ করে। এক পর্যায়ে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে তার ছেলেকে এলোপাতাড়ি ভাবে মারপিট করাসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় খুন করে লাশ গুম করার হুমকি দেয়। বর্তমানে ভূক্তভোগি কৃষক আব্দুস সাত্তার তার পরিবার নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছেন।
অভিযুক্ত ছাহের আলীর সাথে যোগাযোগ করলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।