আড়িয়ল বিলের ধানের ন্যয্যমূল্য পাওয়ার আশ্বাস দিয়েছেন মুন্সীগঞ্জের ডিসি মোঃ মনিরুজ্জামান তালুকদার। বুধবার দুপুরে তিনি আড়িয়ল বিলের শ্রীনগর অংশের বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর এলাকার কয়েকজন কৃষকের ধান সংগ্রহের খোলায় যান। এসময় কৃষকরা জনান, তারা ধান বিক্রি করতে পারছেন না। তাছাড়া ধানের তেমন দামও নেই। ডিসি মোঃ মনিরুজ্জামান তালুকদার আড়িয়ল বিলের ধানের ন্যয্য মূল্য পাওয়ার বিষয়ে তাদের আশ্বস্ত করেন এবং ধান কেটে ঘরে তোলার বিষয়ে খোঁজ নেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, মুন্সীগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক মোঃ শাহ আলম,শ্রীনগর উপজেলার কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলম, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাঈম হোসেন। হাসাঁড়া ইউনিয় পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মৃধা, সোহেল মেম্বার, কৃষক শাজাহান দেওয়ান, মোঃ তনু মোল্লা, আলমাস দেওয়ান, আমিনুল ইসলাম প্রমুখ।