লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর,মধ্য করপাড়া,পশ্চিম করপাড়া ও শৌশালিয়া গ্রামে মঙ্গলবার দিনব্যাপী ডিএক্সএন ইন্টারন্যাশনাল কোম্পানী লিঃ এর উদ্যোগে মধ্যবিত্ত পরিবারে খাদ্য-ইফতার সামগ্রী বিতরন করে। কোম্পানীর গোল্ড স্টার আলাউদ্দিন সুমনের সার্বিক তত্ত্বাবধানে সাংবাদিক বেলায়েত হোসেন বাচ্চু ও আবু তাহের সিএনজি ও মটরসাইকেল নিয়ে ঘরে ঘরে গিয়ে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন করে।খাদ্য ও ইফতার বিতরন সর্ম্পকে কোম্পানীর গোল্ড স্টার ইলাউদ্দিন সুমন বলেন,সামাজিক মর্যাদা ও চক্ষু লজ্জার ভয়ে মধ্যবিত্ত পরিবার খাদ্য সংকটে থাকলেও কাউকে বলতে পারছে না। দেশে লকডাউনের শুরু থেকে অদ্যবধিত নুন্যতম খাদ্য সামগ্রী পৌছেনি,এমন পরিবারগুলো সনাক্ত করে ডিএক্সএন কোম্পানীর পক্ষ থেকে সামান্য উপহার পৌছে দেওয়া হচ্ছে।