ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের কুলিকুন্ডা গ্রামের এক ব্যক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং মৃত মালয়েশিয়া প্রবাসী শাহ আলমের পরিবারের ৪ জন করোনাকে জয় করে সৃস্থ হয়ে বাড়ি ফিরছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,সরকারের রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনস্টিটিউট(আইইডিসিআর) থেকে পাঠানো রির্পোটে ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। তিনি নারায়গঞ্জ থেকে বাড়িতে এসেছিলেন।এ ঘটনায় করোনা আক্রান্ত ব্যক্তিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আইসোলেশনে পাঠানোর প্রস্তুতি চলছে। এবং পাশাপাশি তার পরিবারের লোকজনকে প্রতিষ্ঠানি হোম কোয়ারেন্টাইনে থাকার থাকার নির্দেশ দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় মৃত প্রবাসীসহ একই পরিবারে পাচঁজন ও হাসপাতালের ওটিবয় ও নতুন ব্যক্তিসহ ৮ জন করোনায় আক্রান্তের কথা স্বীকার করে জানান,বর্তমানে মৃত প্রবাসীর স্ত্রী‘শারমিন আক্তার একমাত্র কন্যা রেখা আক্তার ও দুই ছোট ভাই রকিবুল আলম ও রবিউল আলম সুস্থ হয়ে ব্রাহ্মণবাড়িয়া আইসোলেশন থেকে বাড়ি ফিরছেন। তবে তাদেরকে বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে হবে।