সিরাজদিখানে করোনা দুর্যোগ ও রমজান উপলক্ষে কর্মহীন অসহায় ৪শত ৩০ পরিবারের মাঝে মানবতার সহায়তায় ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রবাসী বাবুল মোড়লের অর্থায়নে চিকনিসার যুব সমাজের উদ্যোগে, জেলার সিরাজদিখানের বয়রাগাদী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে, বৃহস্পতিাবার বেলা ১১ টায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাউল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ও ১ কেজি করে ছোলা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা ফজলুল হক, বাশার মোড়ল। এ ছাড়া যুব সমাজের মামুন মোড়ল, আউয়াল, শুভ আহমেদ, বিশ্বজিৎ মন্ডল, সোহান দেওয়ান, অপু দেওয়ান প্রমুখ।