মুন্সীগঞ্জের গজারিয়ায় বসত ঘরের ভেতর বোমা বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। বিস্ফোরণে ঘরের বেড়া ও চালা ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দি গ্রামের চা দোকানদার মহসিন মিয়ার ঘরে এ বিস্ফোরণ ঘটে। আহতরা হলো, রাব্বি মিয়া (১১), সাকিব হোসেন (১২) ও হাসান মিয়া (১২)।
স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহসিন মিয়ার বসত ঘরের ভেতর বিস্ফোরণের সময় মহসিন মিয়ার ছেলে সাকিবুল হাসান ও প্রতিবেশী সফিকুল ইসলামের ছেলে হাসান মিয়া, নজরুল মিয়ার ছেলে রাব্বী ঘরে ছিল। আশপাশের লোকজন আহত তিন শিশুকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার আরশাদ কবীর প্রাথমিক চিকিৎসার পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
ডা. খন্দকার আরশাদ জানান, তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে বোমা বিস্ফোরণেই তারা আহত।
গজারিয়া থানার কর্মকর্তা ইনচার্জ মো: ইকবাল হোসেন জানান, আহত তিনজন কিশোর মহ্সিন প্রধানের ঘরে বসে বিস্ফোরক তৈরি করছিলো না হয় পূর্বের তৈরিকৃত বোম নাড়াচাড়া করছিলো। সে সময় অসাবধানতা বশত বিস্ফোরণ ঘটে যায়। এতে তিন কিশোরই আহত হয়। বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে।