পাবনার সুজানগরের নাজিরগঞ্জ ইউনিয়নের নওগ্রামে সোহেল রানা (৩২) নামে এক যুবক করোনায় আক্রান্ত হয়েছে। সে ওই গ্রামের হারুন অর রশিদের ছেলে। গত বুধবার সন্ধ্যা রাতে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা প্রবণ জেলা নারায়নগঞ্জের একটি গার্মেন্টেস কর্মী ওই সোহেল গত ১৪এপ্রিল বাড়িতে আসে। এলাকাবাসীর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ খবর পেয়ে গত ২৭এপ্রিল তার রক্তের নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। গত ২৯ এপ্রিল সন্ধ্যা রাতে তার রক্তে করোনা পজেটিভ রিপোর্ট আসে। এ ঘটনায় উপজেলা প্রশাসন সোহেলের বাড়িসহ আশপাশের ৫টি বাড়ি লকডাউন করে দিয়েছেন। সেই সঙ্গে সোহেলকে স্বাস্থ্য কমপ্লেক্সের নজরদারিতে রেখে বাড়িতেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ সেলিম মোরশেদ জানান।