সরাইলে পূর্ব বিরোধের জেরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। বাড়িঘর ভাংচুর করে লুটপাটও হয়েছে। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে আজ (বুধবার) ভোরে এ ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে মনির মিয়া (৪৫) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, কাটানিশার গ্রামের ইউপি সদস্য মিজান মিয়া ও নুরূ মিয়ার গোষ্টীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের কারণে উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা ও চলে আসছে। সম্প্রতি মসজিদে যাওয়া আসাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনা বিরাজ করে। বুধবার ভোরে মিজান মিয়ার লোকজন নুরূ মিয়ার লোকজনের বসতবাড়িতে আকস্মিক ভাবে হামলা চালায়। বাড়ির নিরাপত্তা দেওয়াল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ভাংচুরের পর লুটপাটের তান্ডব চালায়। নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। নুরূ মিয়ার পক্ষের লোকজন ঘুম থেকে জেগে তান্ডব দেখে হতবিহবল হয়ে পড়ে। আত্ম রক্ষার্থে কিছু লোক প্রতিরোধ গড়ে তুলার চেষ্টা করে। বেঁধে যায় সংঘর্ষ। সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৯ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘন্টা ব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। প্রসঙ্গত: গত কয়েকদিন পূর্বে খালের পানি সেচ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।