করোনা ভাইরাস পরিস্থিতিতে তৃণমূল পর্যায় অসহায় কর্মহীন মানুষের মাঝে (খাদ্য সামগ্রী) ত্রান বিতরণ করা হয় কালীগঞ্জ নিশ্চিন্তপুর পূজা মন্ডবের পক্ষ থেকে। মঙ্গলবার বিকালে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার নিিিশ্চন্তুপর পূজা মন্ডবে কর্মহীন, অসহায় ১৬০ জন সকল ধর্মের মানুষের মাঝে ৫ কেজি চাউল,৫ কেজি আটা,৩ কেজি আলু ও আধা কেজি ডাল খাদ্য সামগ্রী বিতরণ করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।সে সময়ে যারা আসতে পারেনা তাদের বাড়ীতে ভ্যানে করে পৌছায়ে দেন।
এই সময় এম পি আনার বলেন,জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে তৃণমূল পর্যায় কর্মহীন, অনাহারী মানুষের পাশে সবার থাকা উচিত। করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারীর রূপ নিয়েছে। এসময় গরীব, অসহায় কর্মজীবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিশ্চিন্তুপুর পূজা মন্ডবের সকল সদস্যকে ধন্যবাদ জানান। ত্রাণ বিতরণ করার সময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী,সোনারবাংলা ফাউন্ডেশনের পরিচালক শিবু পদ বিশ্বাস,পূজা মন্ডব ও কালীগঞ্জ ভূষিমাল সমিতির সভাপতি মনোরঞ্জন সাহা,পূজা মন্ডবের সাধারন সম্পাদক সরজিত মাষ্টার, মানিক ঘোষ,পূজামন্ডবের উপদেষ্টা মদন সাহা, দিলীপ কুমার সাহা,সূর্বণ সাহা,উত্তম সাহা প্রমুখ।