তানোরে করোনার প্রভাবে বাধাইড় ইউপি এলাকার বিভিন্ন গ্রামের কর্মহীন হয়ে ঘরে থাকা অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। (আজ) গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়নপুর-১ উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্বের অংকনকৃত বৃত্তের ভিতরে রেখে প্রায় ২শ’জনের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরন করেন বাধাইড় ইউপি’র সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা। বাধাইড় ইউপি’র সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনার ব্যাক্তিগত উদ্যোগে বিতরনকৃত এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, আটা, আলু, লবন, সাবান ও মাস্ক। জানা গেছে, বাধাইড় ইউপি’র বিভিন্ন গ্রামের দরিদ্র দিনমজুররা করোনার প্রভাবে কর্মহীন হয়ে ঘরে বন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করলেও সরকারী ভাবে কোন সাহায্য না পাওয়ায় ব্যাক্তিগত ভাবে এসব কর্মহীন দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন।