পিরোজপুরের নাজিরপুরে ন্যায্য মূল্যের চাল বিতরনে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের মৃত্যু আনোয়ারা বেগমের নামে বরাদ্দকৃত চাল গত ২ বছর ধরে উত্তোলন করছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য। মৃত্যু আনোয়ারা বেগম ওই গ্রামের মৃত্যু শামসুর রহমানের স্ত্রী। ওই কার্ডধারী আনোয়ারা বেগমের ছেলে লোকমান হোসেন জানান, তার মা আনোয়ারা বেগম গত ২০১৭ সালের ৩১ অক্টোবর মারা যান। আর তার মায়ের মৃত্যুর পরে তার (মা) নামের ন্যায্য মূল্যের কার্ডটি স্থাণীয় ইউপি সদস্য ও ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মো. জাকির হোসেন নিয়ে যান। সেই থেকে তার মায়ের নামে বরাদ্দকৃত কার্ডের চাল ওই ইউপি সদস্য উত্তোলন করেন। এ ব্যাপারে স্থাণীয় ইউনিয়ন ডিলার মো. ওবায়দুর রহমান জানান, আমি ডিলার হিসাবে মাত্র ৩ মাস কাজ করছি। মেম্বারের কাছে ওই কার্ডের ব্যাপারে জানতে চাইলে তিনি বলে তা ঠিক আছে আর তখনই আমি তাকে চাল দিয়েছে। আর এর আগের ডিলার ছিলেন যুবলীগ নেতা সালাউদ্দিন রিন্টু। এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য জানান, আমি ওই কার্ড নেই নি বা কে ওই চাল উত্তোলন করে তা আমি জানি না। এ ছাড়া উপজেলার মালিখালী ইউনিয়নে ন্যায্য মূল্যের চাল বিতরনের অনিয়মের অভিযোগে গত মঙ্গলবার ২৮এপ্রিল ওই ইউনিয়নের ২নং দক্ষিন ঝনঝনিয়া গ্রামের ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুদকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন । আর এ অভিযোগ ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার (১,২ও ৩নং ওয়ার্ড) হেলেনা বেগমের বিরুদ্ধে। দেয়া অভিযোগ ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, ওই ওয়ার্ডের মহিলা মেম্বার কার্ড করিয়ে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানকে টাকা দিতে হবে বলে ৪ হাজার থেকে ৫ হাজার বা তারও বেশী টাকা দাবী করেন। কিন্তু ওই সব টাকা দেয়ার পর কার্ড হয়। পরে তিনি (ইউপি সদস্য) ওই সব কার্ড আটকে তার চাল স্থাণীয় ডিলারের সহযোগীতায় নিজে উত্তোলন করেন। এ ব্যাপারে মালিখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের টিপু হাওলাদারের স্ত্রী ভুক্তভোগী ফিরোজা বেগম অভিযোগ করে জানান, তার নামে কার্ড হওয়ার আগে সংরক্ষিত মহিলা সদস্য হেলেনা বেগম আমার কাছে ইউএন ও চেয়ারম্যানের কথা বলে ৭হাজার টাকা দাবী করেন। আমি ৪ হাজার টাকা দিতে চাইলেও তিনি আমার কথা শুনেন নি। কিন্তু তার পারেও আমার নামে কার্ড হয়। কার্ড হাতে পাই নি। ইউপি মেম্বার হেলেনা বেগম ওই কার্ড দিয়ে নিজেই ২০১৬ সাল থেকেই স্থাণীয় ডিলারের মাধ্যমে চাল তুলেন। একই অভিযোগ ওই ওয়ার্ডের মিন্টু হাওলাদর, রফিকুল ইসলাম মুন্সি, তানিয়া বেগম সহ অনেকেরই। স্থানীয় ইউপি সদস্য আতাহার হোসেন জানান, মালিখালী ইউনিয়ন ঝুড়ে ন্যায্য মূল্যের প্রায় অর্ধশত ভুয়া কার্ড রয়েছে যা প্রকৃত সুবিধাভোগীরা পাচ্ছেন না। চেয়ারম্যান সহ ওই মহিলা মেম্বার এ থেকে সুবিধা নিচ্ছেন। ওই ইউনিয়নের ডিলার শামিম গাজীর সাথে এ ব্যাপারে কথা হলে তিনি জানান, ওই সব চাল তিনি দিতে চান নি। কিন্তু মহিলা মেম্বার অনেকটা জোর করে ওই চাল নেন। এ ব্যাপারে অভিযুক্ত ইউপি মেম্বার হেলেনা বেগম ও ইউপি চেয়ারম্যান সুমন মন্ডল মিঠুর সাথে পৃথকভাবে মুঠো ফোনে কথা তারা এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, যেহেতু আমি নতুন তাই টাকার বিনিময় কার্ড দেয়ার বিষয় কিছুই জানি না। তবে এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয় তদন্ত করে আইনী ব্যাবস্থা নেয়া হবে।