কিশোরগঞ্জের হোসেনপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় গ্রামীণ ব্যাংকের ২২ জন সংগ্রামী সদস্যদের (ভিক্ষুক) মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার চরপুমদী বাজারস্থ গ্রামীণ ব্যাংকের পুমদী শাখায় এসব খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়।
প্রতিজন সদস্যের (ভিক্ষুক) কাছে বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৩০ কেজি চাল, ৪ কেজি ডাল, ২ লিটার তেল, ৮ কেজি আলু, ৪ কেজি পেঁয়াজ, ২ কেজি লবন, ৪ পিস সাবান ও নগদ ৬ শত টাকা।
বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কিশোরগঞ্জ গ্রামীণ ব্যাংকের যোনাল ম্যানেজার তৌহিদ খান।
তিনি জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অসহায় হয়ে পড়া গ্রামীণ ব্যাংকের সংগ্রামী সদস্যদের (ভিক্ষুক) মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হচ্ছে।
কিশোরগঞ্জ গ্রামীণ ব্যাংক যোনাল অফিসের মাধ্যমে ৭১টি শাখায় ৭ শত ৪৪ জন সংগ্রামী সদস্যদের (ভিক্ষুক) মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে বলেও জানান যোনাল ম্যানেজার তৌহিদ খান।
এসময় উপস্থিত ছিলেন-যোনাল অডিট কর্মকর্তা মিজানুর রহমান, এরিয়া ম্যানেজার শহীদুল হক, পুমদী শাখা ব্যবস্থাপক মো. শামীম মিয়া, সেকেন্ড কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক উচ্চতরমান হাসিনা আক্তার প্রমুখ।