পাবনার চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আঃ হামিদ মাস্টার তাঁন নিজ উদ্যোগে ও অর্থায়নে কর্মহীন মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। ইতোমধ্যে তিনি ৩ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী,মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেছেন। বুধবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামে শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে ময়দা বিতরণ করেছেন। এ ছাড়া নতুন বাজার এলাকায় হিন্দু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,সাংবাদিক হেলালুর রহমান জুয়েল,শামীম হাসান মিলন,সঞ্জিত সাহা কিংশুক উপস্থিত ছিলেন।
এরআগে রোববার (২৬ এপ্রিল) চাটমোহরে স্বর্ণ শিল্পের সাথে জড়িত জুয়েলারী শ্রমিক ও সেলুন কর্মচারীদের পাশে দাঁড়ান। তাঁর নিজ উদ্যোগে ১১০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আ. হামিদ মাস্টার,ইউএনও সরকার মোহাম্মদ রায়হান,সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম,শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।