গাজীপুরের কালীগঞ্জে গতকাল ২৭ এপ্রিল করোনা সন্দেহে ১৫ জন রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বুধবার (২৯ এপ্রিল) সকালে ১ জন রোগীর পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে কালীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৯১ জন। এদের মধ্যে ১ ডাক্তারসহ ৫ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, ২৭ এপ্রিল করোনা সন্দেহে ১৫ জন রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বুধবার (২৯ এপ্রিল) সকালে ১ জনের পজিটিভ রিপোর্ট আসে। বুধবারের ১ জন নিয়ে কালীগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা সর্বমোট ৯১ জন। পূর্বে ৯০ জন রোগীর সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। বাকী ১ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হবে। অন্যদিকে আক্রান্তদের মধ্যে ১ জন ডাক্তারসহ উপজেলার বালীগাঁও গ্রামের ২ জন, মুনশুরপুর গ্রামের ১ জন এবং বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামের ১ জন, মোট ৫ জন করোনার রোগী ঢাকার কুর্মিটোলা হাসপাতাল হতে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, উপজেলায় করোনায় নতুন আক্রান্ত ১ জন। সব মিলিয়ে আক্রান্ত মোট ৯১ জন। ইতোমধ্যে আক্রান্ত ৯০ রোগীর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন করে তাদের বাড়িতে সতর্কতামূলক লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে। করোনায় নতুন আক্রান্ত রোগীর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন করে তাদের বাড়িতে সতর্কতামূলক লাল নিশান টানিয়ে দেওয়ার কাজ চলছে।