কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) নাগেশ্বরী জোনাল অফিসের বিলিং সুপারভাইজার (বিএস) সিরাজুল ইসলাম ঢাকা থেকে ফেরায় করোনা আতঙ্কে রয়েছেন তার সহকর্মী, মেসমেট ও স্থানীয়রা। খোঁজ নিয়ে জানা গেছে বিএস সিরাজুল ইসলাম অফিসিয়াল ছুটি ছাড়াই ৪ এপ্রিল শনিবার ঢাকার সাভার উপজেলার নবীনগরে তার গ্রামের বাড়িতে যান। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে নাগেশ্বরী আসার পথে তাকে বহনকারী মাইক্রোবাস আটক করে জরিমানা করেন ট্রাফিক সেকশন। পরে তাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে ছেড়ে দেয় পুলিশ। এতে করে চরম আতঙ্কে পড়েছে নাগেশ্বরী পৌরসভার আমতলার মেসের অন্যান্য সদস্য এবং নাগেশ্বরী জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়রা। বিষয়টি নিয়ে সমালোচনা উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সহকর্মী জানায়, চাকরির ভয়ে তারা কিছু বলতেও পারছেন না এবং সইতেও পারছেন না। তিনি নাগেশ্বরী আসায় করোনা আতঙ্কে রয়েছেন তারা। এছাড়াও আতঙ্কে রয়েছে নাগেশ্বরীর আপামর জনতা। এদিকে বিএস সিরাজুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, অসুস্থতা জনিত কারণে তিনি গত বৃহস্পতিবার (২৩) এপ্রিল বাড়িতে যান। ছুটি নিয়েছেন কি না জানতে চাইলে তিনি জানান, তার বয়স ৬৩ বছর। বয়সের কারণে আগে থেকেই এজমাজনিত সমস্যা ছিলো। তাই নাগেশ্বরী হাসপাতালের ডা. আবুবক্কর সিদ্দিককে দেখালে তিনি ওষুধ দিয়ে ৭ দিনের রেস্টে থাকার কথা বলেছেন তাই তিনি বাড়িতে গেছেন। তার আগে তিনি তার স্ত্রীর অসুস্থতা জনিত কারণে বাড়িতে গেছেন বলেও জানান। এদিকে মেস মালিক হাফিজুর রহমান জানায় তিনি গত ১৬ এপ্রিল মেসে গিয়ে সিরাজুল ইসলামের খোঁজ নিলে জানতে পারেন তিনি বাড়িতে চলে গেছেন। আজ ভোরে এসেছেন জেনে তিনি তাকে ঘর থেকে বাইরে বের হতে নিষেধ করেছেন। তার জন্য যাতে অন্য কেউ করোনার ঝুঁকিতে না পড়েন, সবাই যাতে সুস্থ থাকেন সে ব্যাপারে সতর্ক করেছেন। অপরদিকে তার এক সহকর্মী জানায় তিনি ৪ এপ্রিল সিরাজুল ইসলামকে মোটরসাইকেলে করে রংপুরে রেখে এসেছেন। রংপুর থেকে তিনি মাইক্রোযোগে বাড়িতে গেছেন কিন্তু তিনি ফিরে আসায় করোনার আতঙ্ক বিরাজ করছেন সবাই। এ ব্যাপারে নাগেশ্বরী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আতিকুর রহমান বলেন, ওনাকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে। ১৪ দিন যাতে ঘর থেকে বাইরে বের না হয় এবং কারো সংস্পর্শে যাতে না যায় সেটা বলে দেয়া হয়েছে। ছুটির বিষয়ে বলেন, ওনার স্ত্রী অসুস্থ থাকায় ৫, ৬ কী ৮ তারিখের দিকে উনি ছুটি নিয়ে বাড়িতে গেছেন। নাগেশ্বরী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রওশন কবীর বলেন, সিরাজুল ইসলাম যে মাইক্রো দিয়ে এসেছিল সেটা ট্রাফিক পুলিশ আটক রেখেছে এবং পুলিশ সুপার স্যার কেস স্লিপ দিয়ে জরিমানা করে চলে গেছেন। তবে ওনাকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাসুম বলেন, বিষয়টা আমার জানা নেই তবে খোঁজ নিয়ে দেখছি।