রাজশাহীর তানোরে এই প্রথমবারের মতো ভারত ফেরৎ এক যুবকের শরীরে নমুনা সংগ্রহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ল্যাবে নমুনা পরীক্ষায় (২৮ এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যায় করোনা পজিটিভ আসে। ওই যুবক তানোর উপজেলার হাঁপানিয়া গ্রামের জার্জিসের পুত্র নছিব উদ্দিন (১৮)। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পরিসংখ্যানবিদ মোহাম্মদ মোতাহার আলী।
এদিকে, মেডিকেল রির্পোটে নছিবের শরীরে করোনা উপস্থিতি পাওয়া গেছে। এমন খবর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ পেয়ে মঙ্গলবার রাতেই নছিবের পুরো পরিবারের ৮ জন সদস্যকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশনা দিয়ে পুরো বাড়ি লগডাউন ঘোষনা দেয়া হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহতো।
অনুসন্ধানে জানা গেছে, অবৈধভাবে ওই গ্রামের নছিব ও তার বড়ভাই রবিউল ৬ মাস আগে রাজমিস্ত্রির কাজ করতে ভারতের মাল্দহ যান। সেখানে করোনার প্রভাবে কাজ বন্ধ হয়ে গেলে বাড়িতে পালিয়ে আসে তারা। বেশ কয়েকদিন পরে স্থানীয়রা চলতি মাসের ২২ এপ্রিল সকালে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। মেডিকেলে নমুনা সংগ্রহ করে ওইদিন রাজশাহী মেডিকেল কলেক হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।
এনিয়ে তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. রোজী আরা জানান, নছিব ও রবিউলের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। এরআগে ৪৩ জনের মেডিকেল রির্পোট নেগেটিভ পাওয়া গেছে। কিন্তু নছিব ও রবিউলের রির্পোট পজেটিভ হয়েছে বলে জানান তিনি।