কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীড়পাড় ইউনিয়নের পশ্চিমপাড়া হুগলীর হাওড়ে মঙ্গলবার সকাল থেকে উপজেলার কৃষকলীগের সভাপতি ডাঃ আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহানুর সুমন এর নেতৃত্বে একদল যুব সমাজ কৃষক নেতা বাচ্চু মিয়ার ৮৩ শতাংশ ইরি-বোরো পাকা ধান ক্ষেত কাটছেন। এ ছাড়া এ যুবসমাজ দিঘীড়পাড়সহ আশেপাশের হাওরের বিভিন্ন কৃষকদের কয়েকশত একর জমি বিনাশ্রমে ধান কেটে যাচ্ছেন। কারণ করোনা ভাইরাসে বাহির থেকে কোনো শ্রমিক না আসার কারণে তারা এ শ্রম দিয়ে যাচ্ছেন। মঙ্গলবার কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান সুমন জানান, গত ১১ই মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত করোনাভাইরাসে প্রতিরোধের সময় বাহির থেকে কোন কৃষক না আসিলে এলাকার ও দলের লোকজনদেরকে সেচ্ছাশ্রমে ধান কাঁটার জন্য ঘোষনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় গত ১৫ দিন ধরে দিঘীড়পাড় ইউনিয়নের যুব সমাজরা বিনাশ্রমে কৃষকদের ধান কাঁটার জন্য এগিয়ে এসেছেন। এদের মধ্যে মোঃ সোহানুর রহমান সুমন, সঞ্জয় ঋষিদাস, বলিয়ারদী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মিজানুর রহমান, মিলন মিয়া ৭নং কৃষকলীগের সভাপতি মোঃ শাহ আলম, মোঃ বাচ্চু মিয়া, মোঃ জাকির হোসেনসহ প্রায় অর্ধশত যুবসমাজ কৃষক বাচ্চু মিয়ার জমি ছাড়াও এর আগে আবদুল ওয়াহাব, মোঃ বকুল মিয়া, মোঃ মাকেল, নূর মোহাম্মদের ধানী জমি সেচ্চা শ্রমে কেটে দিয়েছেন। এ বিষয়ে উপজেলার কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান সুমন ও ৭নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোঃ শাহ আলম জানান, এ হাওরে ইরি-বোরো ধান কাঁটার মৌসুম যতদিন থাকবে ততদিন তারা বিনাশ্রমে কৃষকদের ধান কেটে দিবেন। তারা বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ঘোষিত স্লো-গান বাস্তবায়িত করবেন বলে তারা সকলকে কৃষকের দু:সময়ে এগিয়ে আসার জন্য আহবান জানান।