কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরের এ বি সিদ্দিক টাওয়ারে গত মঙ্গলবার বিকেল ৫ টার দিকে এনআর বিসি ব্যাংকের পরিচালক মোঃ আলী চৌধুরী মামুনের সভাপতিত্বে স্থানীয় এমপি আলহাজ্ব মোঃ আফজাল হোসেনের হাতে ডাক্তার স্বাস্থ্য কর্মী পুলিশ প্রশাসনের সদস্য ও উপজেলা প্রশাসনের সদ্যসদের করোনা প্রতিরোধে বিভিন্ন ধরনের জিনিস তুলে দেন। এসব জিনিস গুলোর মধ্যে ২০০শত পিপিই, ১০০টি মাস্ক, ২০০টি সার্জিক্যাল মাস্ক, ৫টি ইনফ্রারেড থার্মোমিটার ও ১০০টি ফেস শিল্ড বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আফজাল হোসেন বলেন, এনআরবিসি ব্যাংক করোনা প্রতিরোধে এগিয়ে আসার জন্য তাদেরকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী সমাজের বিভিন্ন ভিত্তবান ও বিভিন্ন শায়িত্ব সংস্থাকে এই করোনা প্রতিরোধে এগিয়ে আসার জন্য নির্দেশ দেন। এই সময় উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের পরিচালক মোহাম্মদ আলী চৌধুরী মামুন, চেয়ারম্যান এস এম তমাল পারভেজ,বাজিতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান ভূইয়া, বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপ্তীময়ী জামান, নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম, নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুছ জনি, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইউ এইচ এফ পি ও, ডাক্তার জালাল উদ্দিন, বাজিতপুর চেম্বার অফ কমার্সের সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল।