কালিগঞ্জে সামাজিক দূরত্ব না মানা ও ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন উপজেলার নাজিমগঞ্জ বাজার ও ফুলতলা মোড়ে এ আদালত পরিচালনা করেন। এ সময় বাজারের মুদি ব্যবসায়ী তহিদুল ইসলামের দোকানে মূল্যতালিকা না থাকায় দোকান মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সামাজিক দূরত্ব মেনে না চলায় আকতার হোসেন নামে এক যুবককে ৫শ’ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে একই আদালত উপজেলা সদর ফুলতলা মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সামাজিক দূরত্ব না মানায় আব্দুল্ল্যাহ নামে এক ব্যক্তিকে ৬শ’ টাকা, আবদুর রহিমকে ৪শ’ টাকা এবং এসাদুল নামে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করেন।