জেলার বকশিগঞ্জ উপজেলার পাখিমারা সরকারবাড়ীর গ্রামের সুমন সরকার ও রাসেল সরকারের নের্তৃত্বে একদল যুবকের উদ্যোগে করোনা ক্লান্তিকালে ব্যতিক্রর্মী উদ্যোগ গ্রহন করায় সবার সুনাম কুড়িছেন। সরকারবাড়ী যুবকদের পক্ষ থেকে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায়ে রেখে শিক্ষার্থীদের শিক্ষা দান,অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণ, অসুস্থ রোগিদের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান, গ্রামের প্রতিটি মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, প্রতি সপ্তাহে জীবানুনাশক ওষুধ ছিটানোর কাজ করা অব্যাহত রাখায় তারা এলাবাসির কাছে প্রসংশিত হয়ে সুনাম কুড়িয়েছেন।
জানা যায়,করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন দু:স্থ মানুষের পাশে ইতোমধ্যে সহযোগিতার হাত বাড়িয়েছেন বকসিগঞ্জের খাতেমুন মঈন উদ্দিন শিক্ষা প্রতিষ্ঠানের নাম জুড়ে যার খ্যাতি,বিশিষ্ট শিক্ষানুরাগি,মানুষ গড়ার কারিগর হিসেবে পরিচিত,মরহুম মৌলভী মঈন উদ্দিন সরকার সুযোগ্য ছোট ছেলে কানাডা প্রবাসী, ইউনিভার্সিটি অব ব্রিটিশ-কলম্বিয়া এর অধ্যাপক, ড. মতিউল আলম এবং তার কনিষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার ময়নুল আলম রিয়ান সহ অধ্যাপক মমতাজ বেগম প্রমুখ। তাদের আর্থিক সহযোগিতা
শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে না পারা শিক্ষার্থীদের জন্য পড়াশুনা কার্যক্রম চালু করেছেন। প্লে গ্রুপ থেকে এইচএসসি পর্যন্ত শিক্ষার্থীদের আটজন করে পনরটি গ্রুপে পাঠদান করা হচ্ছে। প্রতিদিন ভিন্ন ভিন্ন স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে এ পাঠদান কার্যক্রম চলিয়ে আসছেন।
এ সমস্ত শিক্ষার্থীদের স্বেচ্ছায় পাঠদানে অংশ নিয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষক, ইউনিভার্সিটি ও কলেজ পড়-য়া শিক্ষার্থী এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষকগণ।
স্বেচ্ছায় পাঠদান কারিরা হলেন, খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল্লাহ আল মোকাদ্দেছ রিপন, সরকারি কিয়ামত উল্লাহ কলেজের প্রভাষক মো. রবিউল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মামুন, নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী জোবায়ের হাসান রিয়াদ, বিভিন্ন কলেজ পড়-য়া শিক্ষার্থী দিপালী, মুন্নি আকতার, মিরা বেগম, সাহিদা আকতার, নওশিন জাহান, ঈষিতা, ইস্্রাফিল এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক সেতারা বেগম ও সাজেদা বেগম প্রমুখ।
সরকারবাড়ী যুবকদের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা দান,অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, রোগিদের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান,পাখিমারা গ্রামে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ,জীবানুনাশক ওষুধ ছিটানোর কাজ অব্যাহত রাখায় প্রসংশিত হয়েছেন তারা।
এসব যুবকদের উদ্যোগে সরকারবাড়ীর সকল বিত্তবানদের নিকট থেকে আর্থিক সহযোগিতা নিয়ে সমন্বয়ক হিসেবে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন সুমন সরকার ও রাসেল সরকার। তাদের এ মহৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়েছে সরকার বাড়ীর বেশ কিছু লোকজন। তারা অবশ্যই প্রশংসার দাবিদার।
তাদের এই বিশাল সামাজিক শক্তি আরো দৃঢ়তর করতে করোনা ক্লান্তিকালে মানবতার সেবায় কাজে যুবকরা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন।