ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশানর (ভুমি) ইমদাদুল হক তালুকদারে নেতৃত্বে বুধবার ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা থানা কমপ্লেক্সের দক্ষিন পাশে ভাই ভাই মার্কেটের স্বত্তাধিকারী শেখ আলতাফ হোসেন লক ডাউন উপেক্ষা করে টাইলস ও সেনেটারী সামগ্রীর দোকান খোলার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। জরিমানার টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখানো হয়েছে। অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার এসআই সিহাব, উপজেলা সহকারী কমিশানর (ভুমি) কার্যালয়ের পেশকার মানোয়ার হোসেন ও তিন পুলিশ কনস্টেবল।
জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলায় নিত্য প্রয়োজনীয় মালামালের দোকান নির্দিষ্ট সময়ের মধ্যে খোলা ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি ঘোষনা রয়েছে। কিন্তু ওই ভাই ভাই মার্কেটের স্বত্তাধিকারী শেখ আলতাফ হোসেন সরকারি ঘোষনা উপেক্ষা করে গোপনে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তাই মঙ্গলবার আকস্মিক অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।