কসবায় ৩টি ইউনিয়নে ১৫২০ জন কর্মহীন মানুষকে উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন খাদ্য সামগ্রী বিতরণ করেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কায়েমপুর লক ডাউনে আটকে থাকা কর্মহীন ১৩০ জন মানুষকে ১৬ কেজি করে খাদ্য সহায়তা দেন। পরে কুটি ইউনিয়ন পরিষদে ৩০০ জন কর্মহীন মানুষের মাঝে ১০ কেজি করে চাল ও অপর ৪০ ব্যক্তিকে ৫০০ টাকা করে অর্থ বিতরণ করেন। এ সময় কুটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছায়েদুর রহমান স্বপন উপস্থিত ছিলেন। পরে দুপুর ১ টায় বাদৈর ইউনয়নের মান্দারপুর গ্রামে ১০৫০ জন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। মান্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ জানান, ওই গ্রামের আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম জসিম সিআইপি সাড়ে সাতাশ টন খাদ্যসামগ্রী সহায়তা দেন। প্রত্যেককে ২৭ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করেন। পরে মুঠো ফোনে উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম জসিমের সঙ্গে কথা বলে তাকে ধন্যবাদ জানান।