পিরোজপুরের নাজিরপুরে বেঁধে পল্লীতে শিশু খাদ্য সহ খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন জেলা প্রশাসক। মঙ্গলবার দুপুরে জেলার নাজিরপুরে বেঁধে পল্লীতে শিশু খাদ্য সহ খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাহমি মো. সায়েফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ। এ সময় তিনি প্রতি শিশুর জন্য উন্নত মানের গুড়া দুধ, বিষ্কুট,চিনি, ডাল ও আলু প্রদান করেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, প্রধান মন্ত্রীর সাহায্য তহবিলের এ শিশু খাদ্য অসহায় কর্মক্ষম অভিভাবকের সন্তানদের জন্য দেয়া হচ্ছে। জেলার ৭টি উপজেলার প্রায় ৫ হাজার ৬০ শিশুকে এ খাবার দেয়া হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ৬০০ ও পৌর এলাকায় ২০০, কাউখালীতে ২৫০, নাজিরপুরে ৬৫০, মঠবাড়িয়ায় ৯০০ ও পৌর এলাকায় ১০০, নেছারাবাদ ৭৫০ ও স্বরূপকাঠী পৌর এলাকায় ১৫০, ভান্ডারিয়ায় ৫০০ও পৌর এলাকায় ১০০, ইন্দুরকানী ৩০০ ও ভ্রাম্যমান ৫৬০ শিশুকে এ খাদ্য দেয়া হবে।