“মানুষ মানুষের জন্য” এ শ্লোগানকে সামনে রেখে কসবা প্রেসক্লাবের উদ্যোগে করোনাভাইরাস বৈশ্বিক দূর্যোগ মোকাবেলায় কসবা পৌর এলাকাসহ উপজেলার ৪শ’ জন অসহায় ও কর্মহীন মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম সামাজিক দূরত্ব বজায় রেখে গত ১৮ এপ্রিল বিকেলে সিডিসি স্কুল কার্যালয় থেকে শুরু করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান। এ সময় কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সহ-সভাপতি নাজমুল হক সজল, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন, অর্থসম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল, দপ্তর সম্পাদক মো. রুবেল আহমেদ, কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ, সদস্য মোহাম্মদ আবদুর রকিব স্বপন, মো. আবদুল হান্নান, মো. শাহআলম, মো. আবুল খায়ের স্বপন, ভজন শংকর আচার্য ও বিজয় টিভির জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসেন উজ্জল, উপস্থিত ছিলেন।
এ কার্যক্রম কসবা প্রেসক্লাবের সদস্যগণ ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ সহযোগিতা প্রদান করেছেন। মানবিক সহায়তাগুলোর মধ্যে রয়েছে; চাল ৫ কেজি, সাদা মটর ২ কেজি, পেয়াজ ১ কেজি এবং সয়াবিন তৈল ১ লিটার। যা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের নিকট পৌঁছে দেয়া হয়। তাছাড়া মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এর পূর্বে করোনাভাইরাস প্রতিরোধে কসবা প্রেসক্লাবের উদ্যোগে ১০০০টি মাস্ক এলাকার অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে বিতরণ করা হয়।
উল্লোখ, গত ৫ এপ্রিল কসবা প্রেসক্লাব সদস্য প্রভাষক মুন্সী রুহুল আমিন টিটুকে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট দুর্যোগ মোকাবেলা কমিটি গঠন করা হয়েছিলো। এদিকে বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় কসবা প্রেসক্লাব অসহায় ও কর্মহীন মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করায় আমাদের প্রিয় নেতা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনিসুল হক এমপি মহোদয় অভিনন্দন জানিয়েছেন।