ঝিনাইদহে মঙ্গলবার যে নতুন আট ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে, তাদের মধ্যে ৪ চিকিৎসক ও তিন স্বাস্থ্যকর্মী রয়েছেন। অন্যজন স্বাস্থ্য বিভাগবহির্ভূত নারী।
নতুন করে শনাক্তদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালের একজন সার্জারি বিশেষজ্ঞ, শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডেন্টাল সার্জন ও তিনজন স্বাস্থ্যকর্মী, কালীগঞ্জের একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এবং কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা রয়েছেন। অন্যজন কালীগঞ্জের এক নারী।
এখন পর্যন্ত ঝিনাইদহ জেলায় মোট করোনাভাইরাস বহনকারী হিসেবে শনাক্ত ২১ জনের মধ্যে পাঁচজন চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের কর্মী রয়েছেন ১৩ জন। ইতোমধ্যেই শৈলকুপা ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ছাড়া অন্যান্য সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।