মদপান করে প্রশান্ত দাস (৩৮) নামে এক যুবক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে যশোর শহরের আরবপুর গোরা পাড়ার মৃত অজিত দাসের ছেলে।
পুলিশ ও নিহত যুবকের আত্মীয়স্বজনেরা জানান, প্রশান্ত দাস সোমবার ২৭ এপ্রিল সন্ধায় বাড়িতে মদ পান করে। তার অবস্থা খারাপ হলে রাত সাড়ে ১০ টায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
যশোর পুরাতন কসবার ফাঁড়ির এসআই সুকুমার কুন্ডু মদপানে প্রশান্তের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। এতে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে যশোরে মদপানে ১৫ জনের মৃত্যু হয়।