গাজীপুরের কাপাসিয়ায় প্রতিপক্ষের দ্বারা নিহত যুবদল নেতা সাইফুল ইসলামের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাইফুলের বাড়িতে এসে তার পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন। দেশব্যাপী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে প্রতিপক্ষের দ্বারা হত্যা, খুন, ঘুম ও নির্যাতিত দলীয় নেতৃবৃন্দকে ঈদ উপহার হিসাবে আর্থিক সহায়তার অংশ হিসাবে এ সহায়তা প্রদান করা হয়েছে বলে দলীয় সূত্র জানান।
কাপাসিয়া সদর ইউনিয়নের খোদাদিয়া গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি জাকারিয়া পারভেজ, প্রচার সম্পাদক আশরাফুল আলম সিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আলআমিন, সমাজকল্যাণ সম্পাদক সজিব খান, শ্রম বিষয়ক সম্পাদক মহিবুর রহমান, সদস্য আমিনুর রহমান, মীর মাসুদ করিম, আশরাফুল আলম সোহেল, নুরুজ্জামান, নিহতের ভাই যুবদল নেতা হারুন অর রশিদ, শাহেদ, হাবিবুর রহমান হবি প্রমূখ।
উল্লেখ, ২০১২ সালে ৬ মার্চ ছাত্রলীগের সন্ত্রাসীরা কাপাসিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন খোদাদিয়া গ্রামের যুবদল নেতা সাইফুল ইসামের বাড়ি আঙ্গিনায় অর্তকিতে হামলা করে পিটিয়ে তাকে হত্যা করে। পরে সাইফুলের ভাই হারুন অর রশিদ বাদী হয়ে স্থানীয় ছাত্রলীগের ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি গাজীপুর আদালতে বিচারাধিন রয়েছে।