পিরোজপুরের নাজিরপুরে ‘জায়গা খা’ লিখে পিতার সমাধিতে ছেলে শংকর ঢালী (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গত কাল মঙ্গলবার ২৮ এপ্রিল দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। শংকর ঢালী উপজেলার শ্রীরামাকাঠী ইউনিয়নের মধ্য জয়পুর গ্রামের মৃত সুধীর ঢালী পুত্র।
নিহতের বড় ছেলে সজল ঢালী বলেন, আমার ঠাকুর দাদা সুধীর ঢালী মৃত্যুর আগে তার চতুর্থ ছেলে শেখর ঢালীকে সমস্ত সম্পত্তি লিখে দেন। এনিয়ে আমার বাবার খুবই দুশ্চিন্তা ছিলেন। গত সোমবার ২৭ এপ্রিল রাত ১০টার দিকে বাবা বাড়ি থেকে ভাত খেয়ে দক্ষিণ জয়পুরের যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। এরপর রাতে আর তিনি বাড়ি ফিরে আসেননি। মঙ্গলবার সকালে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পাই আমার বাবার মরদেহ তার বাবা সমাধির কাছে পড়ে আছে। খবর পেয়ে সেখানে গিয়ে দেখি, ঠাকুর দাদার সমাধির মঠে লিখে রেখেছেন ‘জায়গা খা’। আর পাশেই বিষের বোতল ও বাবার মরদেহ পড়ে আছে। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম জানান, নিহত শংকর ঢালীর বাবা সুধীর ঢালীর মৃত্যুর আগে সব সম্পত্তি তার ভাই শেখর ঢালীকে লিখে দেন। এ নিয়ে তার মৃত বাবা ও ভাইয়ের ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রতিবেদন দেখে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।