রাজশাহীর তানোরে করোনাভাইরাস সংকটে সাংসদ ওমর ফারুক চৌধুরীর হটলাইনে এসএমএস দেয়া হলে এবার বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে ইফতার ও সেহেরীর খাদ্য সামগ্রী। এরআগে চাল ও ডালসহ বিভিন্ন খাদ্যপণ্যের সাথে এবার যোগ হয়েছে সেহেরী ও ইফতার সামগ্রীর ফলমূল।
জানা গেছে, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের কর্মহীন মানুষেরা সাহায্য চেয়ে মুঠোফোনে এসএমএস বা খুদেবার্তা পাঠালে তাদের বাড়িতে চাল ও ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। সাবেক শিল্পপ্রতিমন্ত্রী ও বর্তমান রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীর এ কাজে সার্বিক সহায়তা করছেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না এবং সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন।
প্রতিদিন জেলার তানোর ও গোদাগাড়ী উপজেলার কর্মহীন মানুষ সাহায্য চেয়ে মুঠোফোনে এসএমএসের মাধ্যমে সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের কাছে আবেদন করছেন অনেকেই। মোবাইলে এসএমএস পেয়েই তাৎক্ষনিক-ভাবে চাল-ডালসহ ইফতার ও সেহেরীর খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে সাহায্য প্রার্থীর বাড়িতে। এছাড়াও সাংসদের ব্যক্তি উদ্যোগে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি দেয়া হচ্ছে ত্রাণ।
এনিয়ে চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না জানান, সৃষ্টিকর্তাকে স্বরণ করে করোনা ভাইরাস মোকাবেলায় তানোরের মানুষের পাশে দাঁড়িয়েছে তিনি। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের খোঁজ-খবর নেয়া ছাড়াও কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার তুলে দেয়া হচ্ছে। সাংসদের নির্দেশেই তানোরে মানব সহায়তা কমিটি গঠন করা হয়েছে।
পরিশেষে তিনি আরও জানান, শুরু থেকে এযাবৎ পর্যন্ত করোনায় জীবনের ঝুঁকি নিয়ে তানোর উপজেলার প্রায় ৫০ হাজার পরিবারকে এই সেবা ও সাহায্য দিয়ে আসছেন তিনি। করোনা ভাইরাস মোকাবেলায় সাংসদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তশালীদের কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে আহবান জানিয়েছে এ উপজেলার সুশীল সমাজ।
এব্যাপারে তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিকুল ইসলাম বলেন, সরকারিভাবে এ উপজেলায় ৫ দফায় ১১৪ দশমিক ৩৫ মেট্রিক টন চাল ও ৪ লক্ষ ৫১ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রায় সাড়ে ১৬ হাজার উপকারভোগী অসহায় কর্মহীন মানুষ এই সুবিধা পেয়েছে। তবে, মানুষের চাহিদার তুলনায় এত সিমিত বরাদ্দ অপ্রতুল। ফলে বরাদ্দকৃত এসব চাল ও অর্থ উপজেলার সব কর্মহীন মানুষকে দেয়া সম্ভব হয়নি।
তিনি আরও জানান, চাহিদার তুলনায় সরকারি ভাবে সিমিত বরাদ্দের কারণে স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী স্যার ও উপজেলা চেয়ারম্যান তাদের ব্যক্তিগত তহবিল থেকে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তাসহ সেহেরী ও ইফতার সামগ্রীর ফলমূল প্রতিনিয়ত বিতরণ করে আসছেন বলে জানান এই কর্মকর্তা।