ফরিদপুরের নগরকান্দায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন ১৫০ টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে কে এইচ আর ( কাজী হাবিবুর রহমান) ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
কে এইচ আর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুইজারল্যান্ড প্রবাসী কাজী আসাদুজ্জামান এর অর্থায়নে মঙ্গলবার সকাল ১০ টায় নগরকান্দার জুঙ্গুরদী কাজী ভিলা চত্বরে দুঃস্থ ও অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কে এইচ আর ফাউন্ডেশনের সহ সভাপতি কাজী মনিরুজ্জাান, কে এইচ আর ফাউন্ডেশনে সাধারন সম্পাদক শওকত আলী শরীফ, সহ সাারন সম্পাদক রেজাউল আলম খান রিজু, নগরকান্দা উপজেলা প্রেনক্লাবের কোষাধ্যক্ষ সাইফুর ইসলাম সাইফ, ইলিয়াছ মাতুব্বর, রাবু কাজী, মিন্টু মোল্লা, মামুন মাতুব্বর, মাহমুদ মাতুব্বর, প্রমুখ।