রাজশাহীর বাগমারায় গনিপুর ইউনিয়নের মোহনগঞ্জ কওমী মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় কওমী মাদ্রাসা মাঠে ভিত্তি প্রস্তুর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কাউন্সিলর হাচেন আলী, গনিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, মোহনগঞ্জ কওমী মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইউনুস আলী প্রমুখ।
উল্লেখ্য উপজেলা পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিল হতে প্রায় ৩৪ লাখ টাকা ব্যয়ে চারতলা ভবন বিশিষ্ট মাদ্রাসা ভবনের একতলা নির্মাণ করা হবে। উপজেলা পরিষদের অর্থায়নে একতলা ভবন নির্মাণ করা হলেও ২য় তলার ভবনটি নির্মানে ব্যক্তিগত তহবিল থেকে সহযোগীতা করবেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।