কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নতুন করে আরও ৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলাতে মোট ৮ জন রোগী সনাক্ত হয়েছে।
সোমবার সন্ধায় নতুন করে করোনা রোগী সনাক্তের এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া সিভিল সার্জন।
খবর পেয়ে সোমবার রাতেই আক্রান্ত এলাকা গুলো লকডাউন করেছেন উপজেলা প্রশাসন।
জানা গেছে, উপজেলার ফিলিপনগর ইউনিয়নের একজন, হোগলবাড়ীয়া ইউনিয়নের একজন এবং পিয়ারপুর ইউনিয়নের একজন নতুন সনাক্ত হয়েছে।