ঝিনাইদহে নতুন করে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী সহ ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৩ জনই ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগের।
আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ, শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সর ডেন্টাল সার্জনসহ ৪ জন, কালীগঞ্জের একজন চিকিৎসক ও একজন নার্স এবং কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা রয়েছে।
আর বর্তমান পরিস্থিতিতে জেলায় সব থেকে বেশী করোনা আক্রান্ত হচ্ছে স্বাস্থ্য বিভাগের কর্মীরা। এখন পর্যন্ত মোট করোনা সনাক্ত ২১ জনের মধ্যে ৪ জন চিকিৎসক সহ স্বাস্থ্য বিভাগের কর্মী রয়েছে ১৩ জন। ইতোমধ্যেই শৈলকূপা ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ ব্যতীত অন্যান্য বিভাগের সেবা কার্যক্রম বন্ধ রেখে কর্তৃপক্ষ।
ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, ঝিনাইদহে এখন পর্যন্ত গত চার দিনে ২১ জন করোনায় আক্রান্ত এরমধ্যে ১৩ জনই স্বাস্থ্য বিভাগের।