করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়ায় লক্ষ্মীপুরের রায়পুরে পাকা ধান কেটে মাড়াই করে তুলে দিচ্ছেন যুবলীগের নেতাকর্মীরা। ক্ষেত থেকে ধান কৃষকের ঘরে উঠা পর্যন্ত বিনা পরিশ্রমে রায়পুর উপজেলা যুবলীগের উদ্যোগে এ কার্যক্রম থাকবে বলে জানিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষকের ক্ষেতের পাকা ধান কাঁটার জন্য ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে আলাদা কমিটি গঠন করে অব্যাহত কার্যক্রমে চালিয়ে যাচ্ছেন প্রতিদিন। এর মধ্যে মঙ্গলবার দিনব্যাপী উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে কৃষক বাসেদ আখনের ১ একর জমির ধান কেটে দিয়েছে নেতাকর্মীরা।
রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মামুন বিন জাকারিয়া, যুগ্ম-আহ্বায়ক কৌশিক আহম্মেদ সোহেল, জহির পাটওয়ারীসহ ১৫-২০ জন নেতাকর্মী কাঁচি হাতে রায়পুরের চরলক্ষ্মী গ্রামে কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন। পরে ধানগুলো মাড়াই শেষে তারা কৃষকের ঘরে তুলে দিয়েছেন কৃষকের ঘরে। একই ভাবে উপজেলার ,সোনাপুর ইউনিয়ন ও রায়পুরে এক কৃষকের ধান কেটে দেয়া হয়।
যুবলীগ নেতারা জানায়, করোনভাইরাসের প্রাদুর্ভাবরোধে শ্রমিককরা গৃহবন্দি আছেন। তারা ঝুঁকি নিয়ে কাজ করতে কেউই রাজি নয়। কিন্তু শ্রমিক সংকটে কৃষকের পাকা ধান মাঠে পড়ে আছে। কালবৈশাখী ঝড়ে ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে কৃষকদের। এ সংকট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলা যুবলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কৃষকে ধান কাঁটার কর্মসূচি হাতে নিয়েছে। একমাস তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। এজন্য উপজেলার ১০টি ইউনিয়নে ভিন্ন করে ধান কাঁটার জন্য কমিটি করা হয়েছে। তৃণমূল পর্যায়ের যেসব কৃষক শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না, তাদের ধান কেটে দেবে কমিটির সদস্যরা। ইতোমধ্যে সেই সব কৃষককে বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।
রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মামুন বিন জাকারিয়া বলেন, করোনারোধে সরকারের নির্দেশনায় শ্রমিকরা গৃহবন্দি হয়ে আছেন। ধান কাঁটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে দিতে কমিটির মাধ্যমে কার্যক্রম শুরু করেছি। ক্ষেত থেকে ধান কৃষকের ঘরে উঠা পর্যন্ত বিনা পরিশ্রমে এ কার্যক্রম চলবে।