জামালপুরে করোনায় আরো ২জন স্বাস্থ্যকর্মীসহ মোট ৩জন আক্রান্ত হয়েছে। গত ২৭এপ্রিল সোমবার পর্যন্ত জামালপুর জেলার ৬জন চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের কর্মরত মোট ২০জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জামালপুর জেলায় এ পর্যন্ত সর্বমোট ৫১জন আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি আরো বলেন, আক্রান্ত ৫১জনের মধ্যে ইসলামপুরের ২নারীর নমুনা সংগ্রহের আগেই মারা যায় এবং ময়মনসিংহ এস কে করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১জন মারা যান। ২২এপ্রিল ৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন। অবশিষ্টরা জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।