পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়া অসহায় ৩ হাজার পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার সাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামের নিজ বাড়ি থেকে অটোরিকশা করে এসব চাল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের হতদরিদ্রদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাহেদল ইউনিয়ন বিএনপির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. কামরুল হাসান বাদল ব্যক্তিগত তহবিল থেকে পরিবার প্রতি ৫ কেজি চাল বিতরণ করা হয়। সব মিলিয়ে সাহেদল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১৪ মেট্রিক টন চাল বিতরণ সম্পন্ন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র শিক্ষক ওমর ফারুক নয়ন, স্থানীয় সমাজসেবক উমর ফারুক রতন, গোলাম মোস্তফা, বিল্লাল হোসেন, মাহববুবুর রহমান মহব্বত প্রমুখসহ অন্যান্যরা।