সাবেক মন্ত্রী, জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত দুঃস্থ্য কল্যাণ সংস্থা (বে-সরকারি উন্নয়ন সংস্থা) এর উদ্যোগে রোববার বিকেলে সড়ক করোনা পরিস্থিতিতে ঘরে থাকা হাজারো কর্মহীণ, শ্রমজীবী অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।
স্থানীয় সড়ক ও জনপদ বিভাগের ডাকবাংলা (আইভি) চত্বরে চাল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র একান্ত সচিব মো. মেজবা উদ্দিন, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, দুঃস্থ্য কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।