ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে চাল বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সামজিক দুরত্ব বজায় রেখে কর্মহীন অসহায়,গরীব ও দুঃস্থ একশত পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে এ উপহার বিতরণ করা হয়। চাল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী,যুবলীগ নেতা রায়হান আলী ভুইয়া,অবিদ রাজাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।