কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। রোববার বিকালে আক্রান্ত তিন করোনা রোগীর বাড়ি সম্পুর্ণ লকডাউন করে দিয়েছে পুলিশ।
রোববার বিকেলে কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চত করেছেন। উপজেলার দৌলতপুর ইউনিয়নের লাউবাড়িয়া গ্রামে নারায়নগঞ্জ ফেরত এক শ্রমিকের শরীরে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্ত তিনজনই পুরুষ।
এছাড়া উপজেলার ফিলিপনগর ইসলামপুর এলাকায় একজন এবং তেকালা গ্রামে শ্বশুর বাড়িতে ঝিনাইদহ থেকে আসা এক পুলিশ সদস্যের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
এদিকে এ খবর পাওয়ার পর দৌলতপুর উপজেলা প্রশাসন রোববার বিকালে তিন গ্রামের তিনটি বাড়ি সম্পুর্ণ লকডাউন করে দিয়েছে।