পাবনার চাটমোহর উপজেলার পল্লীতে পাটের খেতে ছাগল গিয়ে পাট খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্ততঃ ২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী কান্দিপাড়া গ্রামে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিয়ারগারফা গ্রামবাসীর সাথে কাটাখালী গ্রামবাসীর এই ঘটনা ঘটে। খবর পেয়ে চাটমোহর থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গুরুতর আহত চাটমোহর উপজেলার কাটাখালী গ্রামের রজব আলী (৩২),কুরবান প্রাং (৫০),ওয়াজ প্রাং (৪০),রোজিনা খাতুন (৪৫),মোতাহার হোসেন (৪০),আঃ বারেক (৫৫) কে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে দিয়ারগারফা গ্রামের আহত ৪জনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান,চাটমোহর উপজেলার সীমান্তবর্তী বড়াইগ্রাম উপজেলার দিয়ারগারফা গ্রামের হোসেন আলীর পাট খেতে চাটমোহর উপজেলার কাটাখালী গ্রামের ওয়াছিম উদ্দিনের ছাগল গিয়ে পাট খায়। এ সময় ওয়াছিমের ছেলে হৃদয় হোসেন ছাগলটি আনতে গেলে হোসেন আলী হৃদয়কে মারধর করে। ঘটনাটি হৃদয় বাড়িতে জানালে কাটাখালী গ্রামের লোকজন হোসেন আলীর বাড়িতে বিষয়টি জানতে যান। এ সময় হোসেন আলীর লোকজনের সাথে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে গ্রামের মাইকে ঘোষনা করে দিয়ারগারফা গ্রামবাসী কাটাখালী গ্রামবাসীর উপর হামলা করে। উভয় পক্ষের মধ্যে এ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
চাটমোহর থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি এসপি স্যারকে জানানো হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।